বিতর্কের মুখে আবার যাদবপুর! অভিযোগ শ্লীলতাহানির, স্থগিত পরীক্ষা

বিতর্কের মুখে আবার যাদবপুর! অভিযোগ শ্লীলতাহানির, স্থগিত পরীক্ষা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযাপন বিভাগের স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকালই যৌন হেনস্থার অভিযোগের খবর উঠে এসেছিল। যদিও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়নি বলে শোনা যাচ্ছে। তারমধ্যেই অস্বস্তি কাটাতে এবার পরীক্ষায স্থগিত করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় শ্লীলতাহানি ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের এক ছাত্রী অভিযোগ করেন এক অধ্যাপকের বিরুদ্ধে। পরীক্ষা চলাকালীন সময় শ্লীলতাহানি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেন ওই ছাত্রী।

গত বুধবারই পরীক্ষা চলাকালীন সময় এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। সে রাতেই ই-মেইল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাশাপাশি ইউজিসিতেও অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছেও। অভিযোগ পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।