ফের উত্তপ্ত সন্দেশখালি! শাহজাহানের ভাইয়ের ভেড়ির ঘরে আগুন

ফের উত্তপ্ত সন্দেশখালি! শাহজাহানের ভাইয়ের ভেড়ির ঘরে আগুন

সন্দেশখালির উত্তাপ যেন কিছুতেই ঠাণ্ডা হচ্ছে না৷ বরং প্রতিনিয়ত বেড়ে চলেছে ঝামেলা৷ বৃহস্পতিবার অন্তত তেমনই এক ঝামেলার ইঙ্গিত মিলেছে৷ কারণ সেখানে, নতুন করে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ৷ আর সেই কারণেই উত্তার বাড়ছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে৷

বৃহস্পতিবারের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন৷ এ দিন তাঁর মাছের ভেড়ি লাগোয়া একটি ঘরে আগুন ধরিয়ে দেন সাধারণ মানুষ৷ সন্দেশখালির ঝুপখালি এলাকায় এই ঘটনা ঘটে৷ অভিযোগ করা হয়েছিল, ঝুপখালি এলাকার কয়েকশো বিঘা আদিবাসীদের জমি দখল করে মাছের ভেড়ি করেছিল শেখ সিরাজুদ্দিন৷ সেই অভিযোগে, সেই জমি দখলমুক্ত করতে এদিন পথে নামেন গ্রামের মানুষ৷ এক জোট হয়ে তাঁরা ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দেন৷

ও দিকে সন্দেশখালিতে এদিন ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ জমি দখলমুক্ত করে পুলিশ৷ সেই জমিতে আয়োজন করা হয় ফুটবল খেলা৷ সেই জমির উপর লেখা এই দেওয়ালও মুছে দেওয়া হয়৷ সেখানে উপস্থিত ছিলেন পুলিশকর্তারা৷ গতকালই পুলিশে ডিজি সন্দেশখালিতে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন৷ পাশাপাশি, নিরাপত্তারও আশ্বাস দেন৷