মৃতদেহ বদল দুর্গাপুরে, উত্তেজনায় গোটা এলাকা

মৃতদেহ বদল দুর্গাপুরে, উত্তেজনায় গোটা এলাকা

একেই বলে হয়তো মরেও শান্তি নেই। ঘটনাস্থল দুর্গাপুর। দিন দুয়েক আগে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা কনক মজুমদার বাড়িতে পড়ে গিয়ে জখম হন। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বিধাননগর ফাঁড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যু হয় কনক দেবীর।

এইদিকে দিন দুয়েক আগে এই একই হাসপাতালে ভর্তি হন বেনাচিতির বাসিন্দা নৃপেন্দ্রনাথ শ্যাম, গতকাল নৃপেন্দ্র বাবু মারা যান। কনক মজুমদারের মৃতদেহ হাসপাতাল মর্গ থেকে কর্তৃপক্ষ নৃপেন্দ্রনাথ শ্যামের পরিবারের হাতে তুলে দেয়,এরপর নৃপেন্দ্রনাথ বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় মৃতদেহ পরিবর্তন হয়ে গিয়েছে। তারা দেখেন, পুরুষের বদলে মহিলার মৃতেদেহ।

মৃতদেহ বদলের অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় উত্তেজনা। কীভাবে একজনের মৃতদেহর বদলে অন্যজনের মৃতদেহ অন্যের বাড়ি পৌঁছে গেলো, তা নিয়ে কর্তৃপক্ষকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ এক পরিবারের সদস্যদের।

তড়িঘড়ি ঐ পরিবার হাসপাতালে ছুটে আসেন, ততক্ষনে কনক মজুমদারের পরিবার হাসপাতালের বাইরে বসেছিলেন, কৌতূহল বশত দেখতে গিয়ে দেখেন এ তো তাদের পরিবারের প্রিয়জনের মৃতদেহ, নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, হাসপাতাল কর্তৃপক্ষকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কনক মজুমদারের পরিবারের লোকজন, শুরু হয় কথা কাটাকাটি, মৃতদেহ নির্দিষ্ট নম্বরের ট্যাগ থাকা সত্ত্বেও কীভাবে সেই দেহ অদল বদল হয়ে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। বৃদ্ধর জায়গায় বৃদ্ধার মৃতদেহ পৌঁছে গেলো কিভাবে? সেই প্রশ্নের উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেছেন।