বলিউড প্রসঙ্গে জয়ার পাশে দাঁড়ালেন এবার হেমা মালিনী

বলিউড প্রসঙ্গে জয়ার পাশে দাঁড়ালেন এবার হেমা মালিনী

সময় বাংলা# রাজনৈতিক শিবির আলাদা হলেও বলিউড ইন্ডাস্ট্রি ভাবমূর্তি রক্ষার প্রশ্নে জয়া বচ্চনের পাশে এসে দাঁড়ালেন হেমা মালিনী। তিনি বুধবার এক খবরের চ্যানেল কে জানান, স্বজনপোষণ ও মাদকসংক্রান্ত অভিযোগ নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করলেও নষ্ট করা যাবে না বলিউডের ভাবমূর্তি। এর সঙ্গে তিনি আরোও জানান, 'এখান থেকেই নাম-যশ-সম্মান-পরিচিতি সমস্ত পেয়েছি।... তাই ওঁরা এভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে খোরাক করলে সহ্য করতে পারিনা।' এই ওঁরা কারা? নাম না নিলেও তিনি যে আঙ্গুল কঙ্গনা রানাউতের দিকেই তুলেছেন একথা সহজেই বোঝা যায়।

গোড়া থেকেই কঙ্গনাকে সাহায্য করছে গেরুয়া শিবির, এমন ধারণা পোষণ করেছেন অনেকে। তাই হেমা মালিনীর এদিনের মন্তব্যে বিজেপি হয়ত অস্বস্তিতে পড়তে পারে। বলিউড নায়িকা এবং বিজেপি সাংসদ হেমা মালিনী বলেন, 'সকলকে বলতে চাই, বলিউড সুন্দর ও সৃষ্টিশীল জায়গা। আর কোন জগতে এ ধরনের ঘটনা ঘটে না? যেকোনো দাগ ধুলেই চলে যায়। বলিউডের এ দাগও চলে যাবে। কিন্তু সেই দাগের কারণে হৃষিকেশ মুখোপাধ্যায়, বিমল রায়, গুলজার, রমেশ সিপ্পি, সুভাষ ঘাইয়ের মতো একাধিক মানুষের অবদান ভুলে যাওয়া যায়না।' তার কথায়, 'বলিউড ও ভারত সমার্থক।' তাই এই দুনিয়া নিয়ে তিনি কারও কটাক্ষ সহ্য করতে পারেন না।

গত মঙ্গলবার নাম না করে জয়া বচ্চন কঙ্গনা ও রবি কিষানের উদ্দেশ্যে বলেছিলেন, 'যে থালায় খাবে সে চালাতেই ফুটো করবে?' গতকাল কঙ্গনা টুইটারে সমাজবাদী পার্টির সাংসদ জয়ার বিরুদ্ধে লেখেন, জয়াজী ও তার ইন্ডাস্ট্রি কোন থালার কথা বলছেন? যারা নায়কের সঙ্গে শারীরিক সম্পর্কের বিনিময়ে দু'মিনিটের রোল,রোমান্স ও আইটেম নাম্বারের সুযোগ দেয়? এই দুনিয়াকে আমিই নারীবাদের অর্থ শিখিয়েছি, ইন্ডাস্ট্রিকে নারীবাদী ও দেশভক্তিমূলক ছবি সাজিয়ে দিয়েছি। এই থালা আমার নিজের জয়াজী, আপনার নয়।'

কঙ্গনার কথা নেটিজেনদের একাংশ সমর্থন করে সরব হন। যার জেরে এদিন মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবন 'জলসা'র আশেপাশে নিরাপত্তা বাড়ায় প্রশাসন। যদিও অর্ধেক বলিউড বচ্চন পত্নীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য জানান।