অগোচরে ভারতে লগ্নি কমিয়েছে চিন, শত্রুতা কি পরিকল্পিত?

অগোচরে ভারতে লগ্নি কমিয়েছে চিন, শত্রুতা কি পরিকল্পিত?

সময় বাংলা#  লাদাখ কাণ্ডের জেরে ভারতে চীন বিরোধী হওয়ার হাওয়া উঠেছিল। বহু মানুষ তাদের বাড়ির চিনা দ্রব্য বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। কিন্তু সকলের অগোচরে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ গত তিন বছরে প্রায় অর্ধেক করে ফেলেছে বেজিং।

সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এক প্রশ্নের উত্তরে জানান, ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে দেশে চীন থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২.৫ হাজার কোটি টাকারও বেশি। সেখানে ২০১৮-১৯ সালে তা কমে দাঁড়িয়েছে ১.৬৮ হাজার কোটি টাকা। সেটা ২০১৯-২০ অর্থবর্ষে ফের কমে ১.২০ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

এর থেকেই স্পষ্ট ভারতে লগ্নির ক্ষেত্রে আর আগের মতো উৎসাহ দেখাচ্ছেনা বেজিং তবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর আরোও দাবি, ভারত থেকেও চিনেও লগ্নির ক্ষেত্রে ভাটার টান দেখা দিয়েছে। ২০১৮ সালে যেখানে ২০২ কোটি টাকার বিনিয়োগ ভারত থেকে গিয়েছিল, সেটা কমে ১৫১ কোটিতে এসে দাঁড়িয়েছে ২০২০ সালে।